চট্টগ্রামে চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ৭ জানুয়ারি, ২০২৫ at ১২:২৮ অপরাহ্ণ

হাটহাজারীতে এসএম সোহেল (৩৮) নামের চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭ এর সদস্যরা।

মঙ্গলবার (০৭ জানুয়ারি) সকালে র‌্যাব-৭ কর্তৃপক্ষ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (৬ জানুয়ারি) হাটহাজারী পৌরসভার হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি এসএম সোহেল প্রকাশ এইচএম সোহেল হাটাহাজারী উপজেলার পশ্চিম আলমপুর এলাকার সামছুল হুদা প্রকাশ নুরুল হুদার পুত্র।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী থানার সিআর মামলা নং-২০০/২২, ধারা- এনআই এ্যাক্ট ১৮৮১ এর ১৩৮ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি এসএম সোহেল হাটহাজারীর উল্লেখিত স্থানে অবস্থান করছে জেনে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল গতকাল সোমবার বিকাল পাঁচটার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার আসামি সোহেল তিন মাসের বিনাশ্রম করাদণ্ড এবং দুই লক্ষ বিশ হাজার টাকা অর্থদন্ডপ্রাপ্ত পলাতক আসামি ছিল। হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়া-লামা সীমান্তে বন্যহাতির আক্রমণে কৃষক নিহত
পরবর্তী নিবন্ধচকরিয়ায় দলবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনকে আটক