চট্টগ্রামে চিকিৎসাধীন কক্সবাজারের বিএনপি নেতার মৃত্যু

জমি বিরোধ নিয়ে হামলা

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ১৬ জুলাই, ২০২৫ at ১১:২৩ পূর্বাহ্ণ

কক্সবাজার সদরের ভারুয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার শিকার হয়ে গুরুতর আহত রহিম উদ্দিন সিকদার (৫০) নামে এক বিএনপি নেতা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রহিম উদ্দিন সিকদার ভারুয়াখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি।

ঘটনার বিষয়ে নিহতের বড় ভাই ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান সিকদার জানান, গত ১৩ জুলাই রাতে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে স্থানীয় একদল হামলাকারী তার ভাই রহিম উদ্দিনসহ পরিবারের সদস্যদের উপর হামলা চালায়। হামলায় নেতৃত্ব দেয় কক্সবাজার পৌরসভার ফাতেরঘোনা ইউনিট জামায়াতে ইসলামীর

আমির আব্দুল্লাহ আল নোমান। হামলায় অংশগ্রহণ করেন তার মেয়ে জামাই মিজান, সহযোগী মুজিব ও এনামসহ আরও কয়েকজন। তারা অতর্কিতভাবে লাঠি, রড ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ করেন শফিকুর রহমান।

তিনি জানান, গুরুতর আহত অবস্থায় রহিম উদ্দিনসহ অন্যান্যদের কঙবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রহিম উদ্দিনকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

কঙবাজার সদর মডেল থানার ওসি মো. ইলিয়াছ খান বলেন, সংঘটিত ঘটনার বিষয়ে পুলিশ অবগত ছিলো। এর মধ্যে আহত একজনের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম থেকে কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়। ময়নাতদন্ত শেষে রাতেই দাফন সম্পন্ন করা হয়েছে। হামলায় জড়িতদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআবর্জনা সংগ্রহের কাজ যাচ্ছে বেসরকারি খাতে
পরবর্তী নিবন্ধকাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বেড়ে ২১৮ মেগাওয়াট