চট্টগ্রামে চালু চার শতাধিক পোশাক কারখানা

সিইপিজেডের কারখানা চালু হবে আজ থেকে

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৪ জুলাই, ২০২৪ at ২:০২ অপরাহ্ণ

দেশব্যাপী চলমান কারফিউ পরিস্থিতির মধ্যে গতকাল চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেড) বাইরের চার শতাধিক পোশাক কারখানা চালু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে শ্রমিক ও কর্মকর্তাকর্মচারীদের পদচারণায় ৪ দিন পর পোশাক শিল্প কারখানায় কর্মচাঞ্চল্য ফিরে আসে। এছাড়া শ্রমিকদের জন্য অনেক কারখানা পরিবহনের ব্যবস্থা করেছে। তবে গণপরিবহন সংকটে কারখানায় অনেকে কাজে যোগ দিতে পারেননি। এছাড়া অনেককে সড়কে দুর্ভোগ পোহাতে হয়।

পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর নেতারা বলছেন, কারফিউর মধ্যেও কারখানা চালু রাখা হয়েছে। অপরদিকে আজ থেকে ইপিজেডের কারখানগুলো চালু হওয়ার কথা রয়েছে। গতকাল নগরীর বায়েজিদ এলাকার কয়েকটি পোশাক কারখানা ঘুরে দেখা গেছে, কারখানা শ্রমিকরা কর্মব্যস্ত সময় পার করছেন। কেউ সেলাই করছেন, কেউ সেলাই করা পোশাকের চেক করে ফিনিশিং শেষে কার্টন ভর্তি করছেন। বায়েজিদ এলাকার ড্রেস মি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহিম আজাদীকে বলেন, আমার মালিকানাধীন চারটি কারখানার মধ্যে ৯৫ শতাংশ উপস্থিত হয়েছে। তবে সারা দিন ইন্টারনেট সংযোগ না থাকার কারণে বায়ার ও সাপ্লাইয়ারদের সাথে যোগাযোগ করতে পারিনি। আশা করি আগামীকাল (আজ) থেকে কাজ পুরোদমে স্বাভাবিক গতিতে চলবে। বিজিএমইএর প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম আজাদীকে বলেন, দেশে চলমান নৈরাজ্যকর পরিস্থিতির কারণে জনগণের নিরাপত্তায় সরকার দেশব্যাপী কারফিউ দিতে বাধ্য হয়েছে। আজ (গতকাল) আমরা এই কারফিউ পরিস্থিতির মধ্যেও নিজস্ব ব্যবস্থাপনায় কারখানা চালু করেছি। কারফিউ সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শিথিল ছিল। চট্টগ্রামে ইপিজেডের বাইরে চারশর বেশি পোশাক কারখানা চালু ছিল। শ্রমিক উপস্থিতিও সন্তোষজনক ছিল। এই ক’দিন কারখানা বন্ধ থাকায় কারখানার মালিকরা অনেক চাপে ছিলেন। কারণ ঠিক সময়ে পণ্য শিপমেন্ট করাটা কঠিন হয়ে দাঁড়ায়। আমরা সরকারকে অনুরোধ করি, ব্যবসাবাণিজ্যের স্বার্থে যাতে দ্রুত ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়। আমাদের অনুরোধে সরকার আজ (মঙ্গলবার) রাতে ইন্টারনেট সেবা খুলে দিয়েছে। তাই সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি, বুধবার থেকে ব্যবসাবাণিজ্যের যাবতীয় কার্যক্রম পুরোদমে করতে পারব।

পূর্ববর্তী নিবন্ধছোট নৌযান সাগরে, যেতে পারেনি বড় জাহাজ ও ট্রলার
পরবর্তী নিবন্ধযত দ্রুত সম্ভব শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে : আইনমন্ত্রী