ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে চার আসনে ৫ জনকে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি (একাংশ) ও জেপির নেতৃত্বে নতুন রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। গতকাল মঙ্গলবার রাজধানীতে সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির (জেপি) নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু প্রার্থীদের নাম ঘোষণা করেন। সংবাদ সম্মেলন থেকে চট্টগ্রামসহ দেশের ১১৯ আসনে ১৩১ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
চট্টগ্রামের প্রার্থী যারা : চট্টগ্রাম–৫ (হাটহাজারী) আসনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, চট্টগ্রাম–৭ (রাঙ্গুনিয়া) আসনে জাতীয় পার্টির (জাপা) সাবেক এমপি মো. নজরুল ইসলাম, চট্টগ্রাম–১২ (পটিয়া) আসনে জাতীয় পার্টির (জাপা) সাবেক এমপি সিরাজুল ইসলাম চৌধুরী। এছাড়া চট্টগ্রাম–৯ (কোতোয়ালী–বাকলিয়া) আসনে জোটের পক্ষ থেকে দুজনের নাম ঘোষণা করা হয়। এরা হচ্ছেন জাপার সোলায়মান আলম শেঠ ও তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত।












