চট্টগ্রামে চামড়া বিক্রিতে মৌসুমি ব্যবসায়ীদের কপালে ভাঁজ

| সোমবার , ১৭ জুন, ২০২৪ at ৮:৪৯ অপরাহ্ণ

কোরবানির ঈদে রপ্তানিযোগ্য চামড়ার ৫০ শতাংশ সংগ্রহ হয় মৌসুমি ব্যবসায়িদের মাধ্যমে। সোমবার (১৭ জুন) দুপুর গড়াতেই চট্টগ্রামে শুরু হয়েছে কোরবানির জবাই করা পশুর চামড়া সংগ্রহ।

পশুর চামড়া সংগ্রহের পর বিক্রি করতে গিয়ে বিপাকে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। আশানুরুপ দাম না পেয়ে লোকসানে তাঁরা হতাশ।

আড়তদাররা বলছেন, চামড়ার সঠিক পরিমাপের হিসাব না বোঝায় মৌসুমি ব্যবসায়ীদের লোকসান হচ্ছে।

চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার সমবায় সমিতির সভাপতি মুসলিম উদ্দিন জানান, কোরবানি পশুর চামড়া আগামী তিন দিন ধরে এই সংগ্রহ কার্যক্রম চলবে। সরকার প্রতি বর্গফুটে সর্বোচ্চ ৫৫ টাকা নির্ধারণ করলেও আড়তদাররা ২৫ টাকার বেশি দাম দিতে পারবে না বলে উল্লেখ করেন তিনি। 

এদিকে ন্যায্যমূল্য না পেয়ে বিপাকে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। এবারও চামড়া ব্যবসায় আড়তদারদের সিন্ডিকেটের কথা উল্লেখ করে তাঁরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।

মৌসুমি এক চামড়া ব্যবসায়ী বলেন, লাভের আশায় পাড়া-মহল্লায় কোরবানির পশুর চামড়া ক্রয় করেছি। কিন্তু বাজারে বিক্রি করতে এসে দেখি লাভ তো দূরের কথা, চামড়া নিয়ে আসতে যে ভাড়া লাগল এরপর আমার সারাদিনের আর কোনো কিছুই রইল না।

আরেক ব্যবসায়ী বলেন, সরকার চামড়ার মূল্য নির্ধারণ করে দিলেও আড়তদাররা তা শুনে না বলে অভিযোগ করেন।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে কায়াকিং করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধকর্ণফুলীর ‘বাতিঘর খ্যাত’ মাস্টার হাফেজ আহমদ আর নেই