চট্টগ্রামে গার্ডার ধস : আট আসামির ৭ বছরের জেল

আজাদী অনলাইন | বুধবার , ১০ জুলাই, ২০২৪ at ১:২৫ অপরাহ্ণ

চট্টগ্রামের বহদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ধসে ১৩ জনের প্রাণহানির ঘটনায় দায়ের করা মামলায় ঠিকাদারি প্রতিষ্ঠানের আট কর্মকর্তার সাত বছরের জেল দিয়েছেন আদালত। একইসঙ্গে তিন লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয়মাসের জেল খাটতে হবে।

বুধবার (১০ জুলাই) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক শরিফুল ইসলাম ভূঁইয়া এ রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ।

মামলায় দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মীর আক্তার অ্যান্ড পারিশা ট্রেড সিস্টেমস (জেভি) বহদ্দারহাট ফ্লাইওভারের প্রজেক্ট ম্যানেজার মো. গিয়াস উদ্দীন, সুপারভিশন ইঞ্জিনিয়ার মো. মনজুরুল ইসলাম, কোয়ালিটি কন্ট্রোল ইঞ্জিনিয়ার আব্দুল হাই, মো. মোশরাফ হোসেন রিয়াজ, ডিরেক্টর (অ্যাডমিন) প্রকৌশলী মো. শাহজাহান আলী, আব্দুল জলিল, আমিনুর রহমান ও রফিকুল ইসলাম।

চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালতের পিপি (পাবলিক প্রসিকিউটর) আইনজীবী মো. আব্দুর রশিদ বলেন, ‘দুইটি তদন্ত কমিটি ও ২২ জনের সাক্ষ্যে অভিযোগ প্রমাণিত হওয়ায় ৮ জন আসামিকে পৃথক ধারায় ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একটি ধারায় প্রত্যেককে ৫ বছরের কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেন। অপর একটি ধারায় প্রত্যেককে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন।’

গত ২৫ জুন রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হয়। এ মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন ২২ জন। আসামিপক্ষে সাফাই সাক্ষী দিয়েছেন সাতজন।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাই জাতীয় উদ্যানে বার্মিজ পাইথন অজগর অবমুক্ত
পরবর্তী নিবন্ধমোবাইলে আপত্তিকর ছবি ও ভিডিও ডিলিট না করায় বন্ধুকে হত্যা