চট্টগ্রামের খাতুনগঞ্জে একটি এলাচের গুদামে কীটনাশকের বিষক্রিয়ায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও দুইজন।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে খাতুনগঞ্জের নবী মার্কেট এলাকার একটি এলাচের গুদামে এই দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম খাতুনগঞ্জ আড়তদার শ্রমিক কল্যাণ সমিতির সাধারণত সম্পাদক মহিউদ্দিন বলেন, গুদামে সংরক্ষিত এলাচ পুরোনো হয়ে গেলে পোকামাকড় আক্রমণ ঠেকাতে কীটনাশক ব্যবহার করা হয়েছিলো। আর এর ঠিক পাশের রুমে ঘুমাচ্ছিলো শ্রমিকর।
ধারণা করা হচ্ছে, গুদামে থাকা শ্রমিকরা ওই বিষাক্ত বাতাসের সংস্পর্শে এসে অসুস্থ হয়ে পড়েছে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, প্রাথমিকভাবে শ্রমিকের মৃত্যুর কারণ ডায়রিয়া বলে ধারণা তাদের। তবে বাকি আরো দুই জনে অসুস্থা বিষক্রিয়ায় মনে হচ্ছে।
তিনি বলেন, চিকিৎসকের রিপোর্ট আসলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। তবে এ নিয়ে কেউ কোনো অভিযোগ করেননি। তাই কোনো পুলিশি মামলা হয়নি এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।