চট্টগ্রামে ঘরের ভিতর আগুনে পুড়ে মহিলা অঙ্গার

| মঙ্গলবার , ১২ আগস্ট, ২০২৫ at ৪:৩৮ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়ায় ঘরের ভিতর আগুন লেগে গীতা চৌধুরী (৬০) নামের এক মহিলা অঙ্গার হয়েছেন। তিনি পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বটতল বাড়ির মৃত রেবতি চৌধুরীর স্ত্রী।

আজ মঙ্গলবার দুপুরে ঘরের দরজা ভেঙে মহিলার মরদেহ দেখতে পান। বিষয়টি স্থানীয়রা থানা পুলিশ ও পটিয়া ফায়ার সার্ভিসকে জানালে ফায়ার সার্ভিসের একটি টিম আড়াইটার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

জানা গেছে, স্বামী হারা এ মহিলা দীর্ঘদিন উপজেলার হাইদগাঁও ইউনিয়নের বটতল পাড়ায় নিজ ঘরে থাকতেন। মঙ্গলবার সকাল ১০টার পরও ঘরের দরজা না খুলায় পাশের লোকজন ডাকতে যান। দীর্ঘক্ষণেও দরজা না খুলায় দরজা ভেঙে লোকজন ঢুকেন। এসময় গীতা চৌধুরীর মরদেহ আগুনে পুড়ে অঙ্গার হওয়ার দৃশ্য দেখতে পান।

হাইদগাঁও ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য রনজিত চৌধুরী বলেন, স্বামীহারা ওই মহিলা নিজের ঘরে থাকতেন। ধারণা করা হচ্ছে গ্যাসের সিলিন্ডার লিক হয়ে গ্যাস ছড়িয়েছে। এসময় হয়তো আগুন লেগেছে।

পূর্ববর্তী নিবন্ধচাঁদাবাজির ভিডিও ভাইরাল, চট্টগ্রামে এনসিপি নেতা নিজাম উদ্দিন বহিষ্কার
পরবর্তী নিবন্ধপটিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু