‘মুজিববর্ষের অঙ্গীকার, ঘরে ঘরে গ্রন্থাগার’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামে পালিত হয়েছে জাতীয় গ্রন্থাগার দিবস। বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে গতকাল সকাল ১০টায় চট্টগ্রাম সার্কিট হাউস চত্বরে পেশাজীবী, সাংবাদিক, শিক্ষার্থী ও এনজিও কর্মীদের উপস্থিতিতে দিবসটির উদ্বোধন করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম জাকারিয়া।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের উপপরিচালক এ এইচ এম কামরুজ্জামান, সহকারী পরিচালক মো. আব্বাছ আলী, চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান মো. হাবিবুর রহমান প্রমুখ।
দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল : পথসভা, বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’র ওপর পুস্তক সমালোচনা প্রতিযোগিতা, ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পের গাড়িবহরের শহর প্রদক্ষিণ, ‘চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট কালচারাল কমপ্লেঙ স্থাপন’ প্রকল্প এলাকায় ব্যানার প্রদর্শন ইত্যাদি।
সাতকানিয়া মেহেদী গণপাঠাগার : সাতকানিয়ার পশ্চিম গাটিয়াডেঙ্গায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন করেছে মেহেদী গণপাঠাগার। সকাল ১০টায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে দিবসটি শুরু হয়। পরে আলোচনা সভা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান আনজুমান আরা। সভাপতিত্ব করেন গণপাঠাগার পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক আবু বক্কর মেহেদী। প্রধান বক্তা ছিলেন নলুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহমদ মিয়া। বক্তব্য দেন শিক্ষক মো. জুনায়েদ, খতিব মৌলানা বশির আহমেদ, সারওয়ার আংগুর, মোহাম্মদ নুর হোসেন, আব্বাস মেহেদী, পারভেজ সোহেল মেহেদী, মিজানুর রহমান মেহেদী, আমির হোসেন মেহেদী, মাহামদুল হক মেহেদী, আবদুল মান্নান মেহেদী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।