চট্টগ্রামে গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবিতে স্মারকলিপি

| শুক্রবার , ১২ জানুয়ারি, ২০২৪ at ৩:৫১ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগরের উদ্যোগে চট্টগামে গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবিতে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানীর লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু সাকলাইন বরাররে স্মারকলিপি প্রদান করা হয়। গতকাল বৃহস্পতিবার ষোলশহরস্থ কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে চট্টগ্রামবাসীর বৃহত্তর স্বার্থে সকল অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তাদের শাস্তির আওতায় আনা, গৃহআবাসস্থলে গ্যাস সরবরাহ সর্বাগ্রে নিশ্চিতকরণ,গ্যাস সংযোগের জন্য যে সকল ব্যক্তি, প্রতিষ্ঠান থেকে ডিমান্ড নোট গ্রহণ, প্রদান করা হয়েছে তাদের সংযোগ দ্রুত সময়ের মধ্যে নিশ্চিতকরণ,অবৈধ গ্যাস সংযোগে জড়িতদের চিহ্নিত করে রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় কার্যকরী পদক্ষেপ গ্রহণ ও অবিলম্বে চট্টগামে গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবি জানানো হয়। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন এম এ হাশেম রাজু, আমির হোসেন খান, তাহেরা আক্তার শারমিন, এস এম কামরুল ইসলাম, সৈয়দ মোস্তফা আলম মাসুম, মো. আব্দুর রহিম, মো. আওরঙ্গজেব খান সম্রাট, হাসান বিন ইউসুফ, মো. ফারুক, মনির আহমদ, তাহমিনা আক্তার, আমিনুল ইসলাম পারভেজ প্রমুখ। স্মারকলিপি ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু সাকলাইন বলেন,বিগত ২ মাস ধরে গ্যাস সংযোগ লাইনে যান্ত্রিক ত্রুটিজনিত কারণে পর্যাপ্ত গ্যাস সরবরাহ করা দুরূহ হয়ে পড়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে এ সমস্যা সমাধান করে চট্টগ্রামে গ্যাসের সমস্যা সমাধানের কার্যকর ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন তিনি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনন্দময় শৈশব সুস্থ জীবন বিকাশের অন্যতম শর্ত : সুজন
পরবর্তী নিবন্ধঅস্ত্র মামলায় যাবজ্জীবন দণ্ডিত সাহেদ হাই কোর্টে খালাস