চট্টগ্রামের চান্দগাঁওয়ের বাহির সিগন্যাল এলাকায় গ্যাসের চুলার লাইন মেরামত করতে গিয়ে আগুন ধরে তিনজন দগ্ধ হয়েছেন।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বাহির সিগন্যাল টেকপাড়া এলাকার আজাদ কলোনিতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
দগ্ধ ৩ জন হলেন, শাহানুর (২৫), কামরুল (২০) ও বাদশা (২৫)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করানো হয়েছে।
চান্দগাঁও থানার ওসি নুর হোসেন মামুন বলেন, “বাহির সিগন্যাল এলাকার একটি বাসায় গ্যাসের চুলার লাইনে লিক হয়। সেটি ঠিক করতে গেলে আগুন লেগে তিনজন আহত হয়।” দগ্ধদের মধ্যে কামরুল ও বাদশা গ্যাসের চুলা ঠিক করছিলেন। খবর বিডিনিউজের।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান রফিক উদ্দিন আহমেদ বলেন, তিনজনেরই শরীরের ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে।










