চট্টগ্রামে গৃহবধূকে হত্যার পর মরদেহ ১১ টুকরো করল স্বামী

| বৃহস্পতিবার , ১০ জুলাই, ২০২৫ at ১২:৫০ অপরাহ্ণ

চট্টগ্রামের বায়েজিদ থানাধীন রৌফাবাদ এলাকায় ভয়াবহ এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় পাহাড়িকা হাউজিংয়ের এফজেড টাওয়ারের একটি ফ্ল্যাট থেকে ফাতেমা আক্তার নামে এক গৃহবধূর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটে বুধবার (৯ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, পারিবারিক বিরোধের জেরে স্বামী সুমন তাকে হত্যা করেন। পরে মরদেহ টুকরো করে ঘরের বিভিন্ন স্থানে ফেলে রেখে পালিয়ে যান তিনি। সুমনের পেশা গাড়িচালক বলে জানা গেছে।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রতিবেশীরা ফ্ল্যাট থেকে দুর্গন্ধ ও অস্বাভাবিক শব্দ শুনে বিষয়টি পুলিশকে জানায়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ। ফ্ল্যাটের ভেতর থেকে লাশ উদ্ধার করা হয়।

মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। এদিকে, পলাতক স্বামী সুমনকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে পানিবন্দি মানুষের পাশে জামায়াত
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৭২ দশমিক ০৭ শতাংশ