চট্টগ্রামে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীকে গুলি করে হত্যা

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ৭ অক্টোবর, ২০২৫ at ৬:৪১ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে মোহাম্মদ আবদুল হাকিম (৬৫) নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম নগরীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে গেলে আজ মঙ্গলবার সন্ধ্যায় তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে মঙ্গলবার বিকালে রাউজান মদুনাঘাট ব্রীজ সংলগ্ন হাটহাজারী এলাকায় তাকে গুলি করে পালিয়ে যায় দৃর্বৃত্তরা। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম নগরীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আবদুল হাকিম বাগোয়ান ইউনিয়নের পাচখাইন গ্রামের বাসিন্দা এবং ওই এলাকায় তার প্রতিষ্ঠিত হামিম এগ্রো নামে একটি গরুর খামাারের সত্ত্বাধিকারী। বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত আবদুল হাকিম গিয়াস উদ্দিন কাদের চৌধুরী অনুসারী হলেও তার পদ পদবির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

অপরদিকে কি কারণে কে বা কারা তাকে গুলি করেছে সে বিষয়ে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। তার ব্যবহৃত গাড়িটি ঘটনাস্থলে পড়ে রয়েছে বলে জানা গেছে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির দলীয় সূত্র।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া বলেন, গুলির সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছে তারা আসলে বিস্তারিত জানাতে পারবো।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গার স্টিলমিল সড়কে বাসচাপায় নারীর মৃত্যু