চট্টগ্রামে ‘গানে গানে প্রতিবাদ’ পদযাত্রা

উদীচী-ছায়ানটে আক্রমণ

| শনিবার , ২৭ ডিসেম্বর, ২০২৫ at ১০:০১ পূর্বাহ্ণ

উদীচী ও ছায়ানটে ধ্বংসযজ্ঞ, গণমাধ্যমসহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, সংস্কৃতি চর্চায় বাধা ও মব সন্ত্রাসের বিরুদ্ধে ‘গানে গানে প্রতিবাদ’ পদযাত্রা কর্মসূচি পালন করেছে উদীচী চট্টগ্রাম জেলা সংসদ। পদযাত্রাপরবর্তী সমাবেশে দেশবিরোধী উগ্রবাদী শক্তিকে মোকাবেলায় সর্বস্তরের জনতার ঐক্যের আহ্বান জানানো হয়েছে।

গতকাল শুক্রবার বিকালে নগরীর ডিসি হিল চত্বর থেকে শুরু হয় পদযাত্রা কর্মসূচি। এতে উদীচীর শিল্পীকর্মীদের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মী ও শ্রেণিপেশার লোকজন অংশ নেন। ডিসি হিল থেকে শুরু হওয়া পদযাত্রা শহীদ মিনার ঘুরে সিনেমা প্যালেস মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সহসভাপতি প্রবাল দে’র সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক জয় সেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা নুরুচ্ছাফা ভূঁইয়া, জেলা মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সিতারা শামীম, বোধন আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক মাইনুল আজম চৌধুরী এবং বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী সিঞ্চন ভৌমিক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে হাতির হামলায় কৃষকের মৃত্যু
পরবর্তী নিবন্ধ১৫ উপজেলার ১১৫০টি এতিমখানায় এক বেলা খাবার বিতরণ