চট্টগ্রামে গাউসিয়া কমিটি নোয়াখালীর মতবিনিময়

| রবিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২২ at ৬:০০ পূর্বাহ্ণ

নগরীর ষোলশহরস্থ আলমগীর খানকায় গাউসিয়া কমিটি বাংলাদেশ নোয়াখালী জেলা শাখা গঠনকল্পে গতকাল ১৭ সেপ্টেম্বর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহাসচিব শাহজাদ ইবনে দিদার, যুগ্ম মহাসচিব মাহাবুবুল হক খান প্রমুখ। সভায় হাজী রফিকুল ইসলাম মঞ্জু চৌধুরীর নেতৃত্বে নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে হাজী রফিকুল ইসলাম মঞ্জু চৌধুরীকে সভাপতি করে নোয়াখালী জেলা গাউসিয়া কমিটি অনুমোদন দেয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমেয়র ভারতে যাচ্ছেন আজ, দায়িত্বে আফরোজা জহুর
পরবর্তী নিবন্ধসমাজের দুর্গত ও অসহায় মানুষের জন্য কাজ করে যেতে চাই