চট্টগ্রামে গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | বুধবার , ৪ ডিসেম্বর, ২০২৪ at ২:৩৫ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর চান্দঁগাওয়ে অভিযান চালিয়ে ১৮০ গ্রাম গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন।

গ্রেপ্তাকৃতরা হলেন— পটিয়া উপজেলার বড় দিঘীর পাড় এলাকার মোঃ হারুনুর রশিদ (২৭) এবং তার স্ত্রী রীতা দাশ প্র: পারভীন (৩০)। তারা বর্তমানে চান্দঁগাও কাপ্তাই রাস্তার মাথা এলাকার সরকার কলোনিতে বসবাস করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর চান্দঁগাও থানাধীন কাপ্তাই রাস্তার সরকার কলোনিতে অভিযান চালায় পুলিশ। এ সময় তাদের বাসায় তল্লাশি চালিয়ে ১৮০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ ৫হাজার ৪৪০ টাকাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন বলেন, গাঁজাসহ স্বামী স্ত্রীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে কোস্টগার্ডে অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২