সারা দেশে গণসংহতি আন্দোলনের (জিএসএ) চলমান ‘মাথাল মিছিল’ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর জিএসএর যৌথ উদ্যোগে একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে নগরীর কাজীর দেউড়ীর মোড় থেকে শুরু হয়ে মিছিলটি আন্দরকিল্লা মোড়ে গিয়ে শেষ হয়।
মিলিছ–পূর্ব সমাবেশে প্রধান অতিথি ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেন, আজকে যদি কেউ নির্বাচনকে বানচাল করার তৎপরতা করে, তার মানে এই মুহূর্তে তারা বাংলাদেশের জাতীয় স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে।
মহানগর জিএসএর সমন্বয়কারী চিরন্তন চিরু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন মোর্শেদ আলম। এছাড়াও বক্তব্য রাখেন সৈয়দ হাসান মারুফ রুমী, ডা. অপূর্ব নাথ, মো. হারুণ, মিজানুর রহীম চৌধুরী বাবু, প্রকাশ মজুমদার, শহীদ শিমুল, নাসির উদ্দীন তালুকদার, কলি কায়েস, মানিক সাহাদাত, প্রফেসর আতিকুল ইসলাম, জাহিদুল আলম–আল জাহিদসহ আরও অনেকে। নেতৃবৃন্দ বলেন, দেশের গণতন্ত্র রক্ষা, সুষ্ঠু নির্বাচন এবং জনস্বার্থ প্রতিষ্ঠার লক্ষ্যে গণসংহতি আন্দোলনের সংগ্রাম অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।












