চট্টগ্রাম নগরীর অক্সিজেন মোড়ে গতকাল বিকাল ৩টায় ইউনাইটেড সিটিজেনস সোসাইটির উদ্যোগে এক শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গণপরিবহন খাতে চলমান নৈরাজ্য, যাত্রী হয়রানি ও অনিয়মের বিরুদ্ধে ইউসিএসের সভাপতি শাহদাত হোসেনের পরিচালনায় কর্মসূচিতে অংশগ্রহণ করেন শীতলঝর্ণা ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও এনসিপি চট্টগ্রাম মহানগরের সদস্য ইঞ্জিনিয়ার শাহেদ ইকবাল চৌধুরী, অঙিজেন মোড় গ্রুপের অ্যাডমিন ও এনসিপি চট্টগ্রাম মহানগরের যুগ্ম–সমন্বয়ক জসিম উদ্দিন অপেল, ইউসিএসের সাধারণ সম্পাদক ও জাতীয় শ্রমিক শক্তি চট্টগ্রাম মহানগরের সংগঠক ইকবাল হোসেন রানা, এনসিপি মহানগরের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি–পেশার সচেতন নাগরিকরা। এতে বক্তারা বলেন, প্রতিদিন হাজারো যাত্রী চট্টগ্রামের রাস্তায় হয়রানির শিকার হচ্ছেন। বিশেষ করে ৩ নম্বর রুটের মিনিবাস, অঙিজেন–মুরাদপুর ও অঙিজেন–২ নম্বর গেইট রুটের টেম্পু এবং কুয়াইশ–অক্সিজেন রুটে চলাচলকারী অবৈধ সিএনজি অটোরিকশার বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই। মূল অভিযোগসমূহের মধ্যে রয়েছে: অতিরিক্ত ভাড়া আদায়, অর্ধ–যাত্রায় যাত্রী নামিয়ে দেওয়া, লাইসেন্সবিহীন ও উদ্ধত চালকদের দৌরাত্ম, যাত্রী নিরাপত্তা ও সম্মানহানির ঘটনা। বক্তারা দাবি জানান, নগরবাসীর চলাচলের অধিকার নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।












