চট্টগ্রামে খেলাঘরের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

| বৃহস্পতিবার , ৪ মে, ২০২৩ at ৬:২৩ পূর্বাহ্ণ

জাতীয় শিশুকিশোর সংগঠন খেলাঘরের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে চট্টগ্রাম মহানগর কমিটি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত সোমবার বিকেলে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে নানা কর্মসূচি পালন করা হয়।

পরে খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের সহসভাপতি দেবাশীষ রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বসুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন খেলাঘর আন্দোলনের অন্যতম পুরোধা বীর মুক্তিযোদ্ধা অমল কান্তি নাথ, খেলাঘর কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী রথীন সেন, সাবেক প্রেসিডিয়াম সদস্য আশীষ ধর, কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক রোজী সেন, খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য পার্থ প্রতীম নাহা, ইসরাত সুলতানা সুইটি, প্রীতম দাশ, জয়ন্ত রাহা, সদস্য অমিত হোড়, জনার্দ্দন বনিক, রবিশংকর সেন নিশান, শুচিস্মিতা চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসড়ক দুর্ঘটনায় আহত তরুণের মৃত্যু
পরবর্তী নিবন্ধচবি ও বিসিএসআইআরের মধ্যে সমঝোতা চুক্তি