চট্টগ্রামে কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ ৯৩ জন শনাক্ত

একজনের মৃত্যু

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৫ জুলাই, ২০২২ at ৭:২৪ পূর্বাহ্ণ

রোববার ৬০৮টি নমুনা পরীক্ষায় চট্টগ্রামে নতুন করে ৯৩ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের এ সংখ্যা গত কয়েক মাসে একদিনে সর্বোচ্চ। পরীক্ষাকৃত নমুনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৫.২৯ শতাংশে। আগের দিন (শনিবার) ৫০ জন শনাক্তে এ হার ছিল ১৬.৮৩ শতাংশ। এদিকে, রোববার শনাক্ত ৯৩ জনের মাঝে ৮২ জন মহানগরের এবং ১১ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। শেষ ২৪ ঘন্টায় আরো এক জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। এ নিয়ে আক্রান্তদের মাঝে এ পর্যন্ত ১ হাজার ৩৬৫ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য পর্যালোচনায় দেখা যায়- কয়েক
মাস সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও জুনের প্রথম সপ্তাহের পর চট্টগ্রামে সংক্রমণ উর্ধ্বমুখি।
শূন্যের কোটা থেকে পর্যায়ক্রমে বাড়তে থাকে শনাক্তের হার। যা এখনো অব্যাহত আছে। এর আগে শনাক্তের হার ১ শতাংশের নিচে থাকলেও মধ্য জুনে তা ১০ শতাংশ ছাড়িয়ে যায়। কোনো কোনো দিন শনাক্তের হার ১৫ শতাংশও ছাড়িয়েছে।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুসারে শনাক্তের হার ৫ শতাংশের নিচে থাকলে সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে ধরে নেয়া হয়। কিন্তু চট্টগ্রামে শনাক্তের হার এখন ৫ শতাংশের বেশি।
এদিকে, রোববার পর্যন্ত সবমিলিয়ে চট্টগ্রামে করোনা সংক্রমিত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৭ হাজার ৪৪৪ জনে। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধদেশে এক দিনে ১২ মৃত্যু শনাক্ত ২২৮৫
পরবর্তী নিবন্ধপ্যারেড মাঠে কেন প্রতিবন্ধকতা