চট্টগ্রামে কয়েকদিনের মধ্যে আসতে পারে ফাইজারের টিকা

দেওয়া হতে পারে স্কুল শিক্ষার্থীদের

আজাদী প্রতিবেদন | রবিবার , ১০ অক্টোবর, ২০২১ at ৬:২০ পূর্বাহ্ণ

চট্টগ্রামে ফাইজারের টিকা আসার সম্ভাবনা এবং এ টিকা সংরক্ষণে নিম্ন তাপমাত্রার দুটি ফ্রিজার বরাদ্দ পাওয়ার তথ্য জানা গেছে আগেই। পরবর্তীতে চূড়ান্ত করা হয় টিকাদান কেন্দ্রও। চট্টগ্রামের কেবল দুটি কেন্দ্রে এ টিকা প্রয়োগ করা হবে। চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও বন্দর হাসপাতাল কেন্দ্রে ফাইজারের এ টিকা দেওয়া হবে। যদিও চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালেও (সিএমএইচ) এ টিকা প্রয়োগের কথা রয়েছে। তবে সেখানে কেবল সামরিক বাহিনীর সদস্যদের এ টিকা দেওয়া হতে পারে।
আগামী কয়েকদিনের মধ্যে ফাইজারের টিকা চলে আসতে পারে বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী। আর টিকা আসলেই এর প্রয়োগ শুরু করা হবে জানিয়ে নতুন যোগ দেওয়া সিভিল সার্জন বলেন, চট্টগ্রামের কেবল দুটি কেন্দ্রে ফাইজারের টিকা প্রয়োগ করা হবে। এর মধ্যে টিকাদানে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। আমরা মোটামুটি প্রস্তুত। টিকা এলেই এর প্রয়োগ শুরু করা হবে। যদিও টিকা আসার সুনির্দিষ্ট সময় বা কত সংখ্যক টিকা পাঠানো হচ্ছে, ঢাকা থেকে সে বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি।
ফাইজারের টিকা আসার পরপরই এর প্রয়োগ শুরু করা হবে জানিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তানজিমুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে আমরা তিনটি শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে ফাইজারের টিকাদান শুরু করব। প্রথম দিকে দৈনিক ৩০০ থেকে ৫০০ জনকে এ টিকা প্রয়োগের লক্ষ্যমাত্রা রয়েছে। স্কুল শিক্ষার্থীদের এ টিকা দেওয়া হতে পারে জানিয়ে তিনি বলেন, তবে বিষয়টি জেলা প্রশাসনের সাথে বৈঠকের মাধ্যমে চূড়ান্ত করা হবে। শিক্ষার্থীদের টিকাদানের ক্ষেত্রে আলাদা কেন্দ্র স্থাপন করতে হতে পারে। কত বছর বয়সীদের এ টিকা দেওয়া হবে সেটি এখনো চূড়ান্ত না হলেও ফাইজারের টিকায় বিদেশগামী ও স্কুল শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হতে পারে।
প্রসঙ্গত, এতদিন অঙফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম ও মডার্নার টিকা পেলেও ফাইজারের টিকা পায়নি চট্টগ্রাম। সংরক্ষণ সুবিধার অপ্রতুলতার কারণে রাজধানীর বাইরে অন্য কোথাও এ টিকা সরবরাহ করা হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, ফাইজারের টিকা মাইনাস ৬০-৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়।

পূর্ববর্তী নিবন্ধপরীমনির জামিনের মেয়াদ বাড়তে পারে
পরবর্তী নিবন্ধ৫ কোটি টাকার স্বর্ণসহ আটক নিরাপত্তা কর্মী