চট্টগ্রামে ক্রিকেট লিগ শুরুর দাবিতে মানববন্ধন ও সমাবেশ

| বুধবার , ২৪ ডিসেম্বর, ২০২৫ at ৬:০৮ পূর্বাহ্ণ

অবিলম্বে চট্টগ্রাম জেলা ক্রিকেট লিগ চালুর দাবিতে গতকাল ২৩ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম ক্রিকেট খেলোয়াড় সমিতি। সমাবেশে ক্রিকেট লিগ শুরুর দাবি ও লিগ আয়োজনে বিসিবির নীরব দর্শকের ভূমিকা পালনের প্রতিবাদ জানানো হয়। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সাবেক ও বর্তমান ক্রিকেট খেলোয়াড়, কোচ ও কিশোর তরুণ খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। সমাবেশে ক্রিকেট লিগ চালু না হওয়ার পেছনে বিসিবির নীরবতাকেই দায়ী করা হয়। এ সময় বর্তমান তরুণ প্রজন্মের খেলোয়াড়দের জন্য ক্রিকেট মাঠ না থাকা একটি বড় সংকট বলে উল্লেখ্য করা হয়। ক্রিকেট লিগ না হওয়ার ফলে চট্টগ্রাম থেকে ক্রিকেট হারিয়ে যাওয়ার শঙ্কাও প্রকাশ করা হয়। তরুণ ক্রিকেটাররা বিভিন্ন প্লেকার্ড, ব্যানার, ফেস্টুন নিয়ে মানববন্ধনে দাঁড়ান। সমাবেশে বক্তারা বলেন, গত বছর চট্টগ্রামে ক্রিকেট লিগ অনুষ্ঠিত হয়নি। এবছর শীত মৌসুম চলছে কিন্তু এখনও ক্রিকেট লিগ শুরুর কোন ঘোষণা আসেনি। যদি এবছরও লিগ না হয় তাহলে চট্টগ্রাম থেকে ক্রিকেট খেলোয়াড় হারিয়ে যাবে। দেশের অন্যান্য জেলা থেকে চট্টগ্রাম অনেক দূর পিছিয়ে যাবে। নতুন খেলোয়াড়ও সৃষ্টি হবে না। ক্রিকেট থেকে চট্টগ্রামের খেলোয়াড়রা আগ্রহ হারিয়ে ফেলবেন। একসময় দেশের ক্রিকেটকে নেতৃত্ব দেওয়ার মতো খেলোয়াড় চট্টগ্রাম থেকেই সৃষ্টি হয়েছিল। এবার ক্রিকেট লিগ না হলে খেলোয়াড় সংকট সৃষ্টি হবে। সমাবেশ থেকে আগামী ৭ দিনের মধ্যে অবিলম্বে ক্রিকেট লিগ শুরুর ঘোষণা দাওয়ার দাবি জানানো হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর, প্রবীণ ক্রিকেট প্রশিক্ষক তপন দত্ত, সাবেক জাতীয় ক্রিকেট খেলোয়াড় মাসুমউদদৌলা, সাবেক ক্রিকেটার আবু সামা বিপ্লব, ক্রিকেট কোচ মোহাম্মদ আমিন, মোমিন, প্রিন্স, কাজল, ইসমাইল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিজেকেএস ক্লাব সমিতির ক্রিকেট টুর্নামেন্ট জানুয়ারিতে শুরু
পরবর্তী নিবন্ধজেলা ক্রীড়া অফিস আয়োজিত প্রীতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন