বার আউলিয়ার পুণ্যভূমি চট্টগ্রামে ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার মত একটি মানবিক উদ্যোগ গ্রহণ করায় মা ও শিশু হাসপাতাল পরিচালনা পরিষদকে আমরা অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। এই জনহিতকর কাজের সাথে চট্টল বান্ধব দৈনিক আজাদী পরিবার আগাগোড়া ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন। সম্পাদক মহোদয় হাসপাতাল বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান হিসেবে সুচারুরূপে দায়িত্ব পালন করে চলেছেন। সহযোগিতার হাত বাড়িয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং বর্তমান মন্ত্রিসভার অন্যতম সদস্য জনাব সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ চট্টল হিতৈষী অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রায় শত কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য হাসপাতালটি প্রতিষ্ঠিত হলে ক্যান্সার আক্রান্ত রোগীদের চট্টগ্রাম তথা দেশের বাইরে গিয়ে ভোগান্তি পোহাতে হবে না বলে আমাদের দৃঢ় বিশ্বাস। আমরা আশা করব এমনভাবে হাসপাতাল পরিচালনার নীতিমালা প্রণিত হবে যাতে আমাদের দেশের ক্যান্সার রোগীদের দেশের বাইরে গিয়ে কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা খরচ করে চিকিৎসা নিতে না হয় এবং আর্থিকভাবে দুর্বল ক্যান্সার রোগীরা সাশ্রয়ী মূল্যে চিকিৎসা সেবা পাই। অতএব, এই ধরনের একটি মহৎ কাজে দেশবাসী বিশেষ করে চট্টগ্রামবাসী উদার হস্তে সহযোগিতার হাত সম্প্রসারিত করবেন যার যতটুকু সম্ভব এই প্রত্যাশা রইল।
শেখ মোজাফফর আহামদ, ফোরখ সেন্টার,
নজুমিঞা হাট, চট্টগ্রাম।