জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে আবেদন করা দলগুলোর মধ্যে বাছাইয়ে উত্তীর্ণ ১০টি নতুন দলের কার্যক্রম মাঠ পর্যায়ে পুনঃতদন্তের জন্য আরও ৭টি কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই ১০টি দলের মধ্যে আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), জনতার দলের চট্টগ্রামে জেলা ও উপজেলা পর্যায়ে তাদের কার্যকারিতার উপর অধিকতর তদন্তের জন্য চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হয়।
চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস থেকে জানা গেছে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে তদন্তের জন্য গঠিত প্রতিটি কমিটি তিন সদস্য বিশিষ্ট। এতে অন্তর্ভুক্ত আছেন একজন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, একজন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা অথবা সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এবং একজন উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তা।
চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে কথা বলে জানা গেছে, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি)’ শুধুমাত্র জেলা অফিস আছে কিনা তদন্তের জন্য বলা হয়েছে। বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির (বিজিপি) চট্টগ্রাম জেলা অফিস আছে কিনা এবং কমিটিসহ কার্যক্রম আছে কিনা তদন্তের জন্য দায়িত্ব দেয়া হয়েছে চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদকে। অপরদিকে আমজনতার দলের জেলা ও ১১ উপজেলায় অফিসসহ কমিটি আছে কিনা তদন্তের জন্য নির্বাচন কমিশন থেকে নির্দেশনা দেয়া হয়েছে। এই দলের জেলা কমিটির কার্যকারিতা তদন্ত করেছেন চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ। আর ১১ উপজেলায় এই দলের কার্যক্রম সম্পর্কে তদন্ত করেছেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তারা। অপরদিকে জনতার দলের শুধুমাত্র ২ উপজেলায় কমিটি আছে কিনা তদন্তের নির্দেশনা দেয়া হয়েছে। সেই অনুযায়ী সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তারা এই দলের কার্যক্রম তদন্ত করেছেন।
চট্টগ্রাম নির্বাচন অফিসের ওই কর্মকর্তা জানান, গতকাল এই তিন দলের জেলা ও উপজেলা কার্যক্রমের উপর গোপন তদন্ত প্রতিবেদন ঢাকা নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, তদন্ত কার্যক্রমে সবকিছু ইতিবাচক থাকলে সংশ্লিষ্ট দলগুলোকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিবে ইসি। এক্ষেত্রে প্রথমে দাবি–আপত্তি চেয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে। কোনো দাবি আপত্তি এলে শুনানি করে তা নিষ্পত্তি করা হবে। দাবি আপত্তি না থাকলে সংশ্লিষ্ট দলগুলোকে নিবন্ধন সনদ দেওয়া হবে।
মাঠ পর্যায়ে অধিকতর পুনঃতদন্তের জন্য ১০টি দলকে নির্বাচন করা হয়েছে, সেগুলো হলো আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা, জনতা পার্টি বাংলাদেশ ও বাংলাদেশ আমজনগণ পার্টি।












