চট্টগ্রামে কাল থেকে কমতে পারে বৃষ্টি, সর্বোচ্চ ১৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

| বৃহস্পতিবার , ২২ আগস্ট, ২০২৪ at ৪:৩৪ অপরাহ্ণ

কয়েকদিনের টানা বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তবে আগামীকাল থেকে এই অবস্থার উন্নতি হতে পারে বলে জানিয়েছে চট্টগ্রাম আবহাওয়া অফিস। চট্টগ্রামে আজ বৃহস্পতিবার বিকাল ৩টা পর্যন্ত ১৫৮.৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকাল সাড়ে ৩ টা দিকে বিষয়টি দৈনিক আজাদীকে নিশ্চিত করেছে চট্টগ্রাম পতেঙ্গা আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ উজ্জল কান্তি পাল জানান, চট্টগ্রামে আজ বিকাল ৩ টা পর্যন্ত ১৫৮.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এই ধরণের পরিস্থিতি আর কিছু সময় থাকবে। তবে আগামীকাল থেকে এই পরিস্থিতির উন্নতি হতে পারে, বৃষ্টিপাতও কমে আসবে।

তিনি আরও জানান, টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের সম্ভবনা রয়েছে। চট্টগ্রাম মহানগরসহ পর্বত্য চট্টগ্রামের যেসব পাহাড়ে মানুষের ঘন বসতি রয়েছে সেগুলোতে ঝুঁকি রয়েছে। আমরা সতর্ক করেছি। সেখান থেকে তারা সরে না গেলে যেকোন সময় দুর্ঘটনা ঘটতে পারে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
পরবর্তী নিবন্ধফেনীতে বন্যাদুর্গত মানুষের পাশে সদরঘাট নৌ-পুলিশ