চট্টগ্রামে কালবৈশাখীর ১৩ মিনিটের তাণ্ডব

গাইবান্ধায় ১০ জনের মৃত্যু

আজাদী প্রতিবেদন | সোমবার , ৫ এপ্রিল, ২০২১ at ৬:৩৫ পূর্বাহ্ণ

সারাদেশের মতো চট্টগ্রামে মৌসুমের প্রথম কালবৈশাখী বয়ে গেছে। কালবৈশাখীর প্রভাবে নগরীর কোথাও কোথাও বৃষ্টিপাতও হয়েছে। রাত ৯টা ৩৪ মিনিটে শুরু হয়ে প্রায় ১৩ মিনিট ধরে চলে কালবৈশাখীর তাণ্ডব। ঘণ্টায় ১২২ কি.মি. বেগে বাতাস প্রবাহিত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে কালবৈশাখী চলাকালে নগরীর অনেক এলাকায় বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়। বিশেষ করে নগরীর সড়কবাতিগুলো বন্ধ থাকায় অন্ধকার নগরীতে পরিণত হয় চট্টগ্রাম মহানগরী।
চট্টগ্রাম আবহাওয়া অফিসের রোববার সন্ধ্যা ৬টার স্থানীয় পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রামের আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে। সেই সাথে ভোরের দিকে নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পশ্চিম উত্তর-পশ্চিম দিক হতে ঘণ্টায় ১০-১৫ কি.মি. বেগে বাতাস প্রবাহিত হতে পারে। গতকাল রোববার চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৮ ডিগ্রি বেশি। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি বেশি।
এদিকে রাত সাড়ে ৯টার পর চলা কালবৈশাখীতে নগরীর অনেক এলাকায় গাছের ডালপালা ভেঙেছে। কালবৈশাখীর তাণ্ডবে নগরীর পতেঙ্গাসহ আশেপাশের কিছু এলাকায় সামান্য বৃষ্টি হয়েছে। কালবৈশাখীতে ২.৪ মি.মি. বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে কালবৈশাখীতে গাইবান্ধায় ১০ জন মারা গেছে। নাটোর, মেহেরপুর, বগুড়া, রংপুর, কুড়িগ্রাম, ময়মনসিংহ, জামালপুরসহ দেশের অনেক জেলায় কালবৈশাখী বয়ে গেছে। গত কয়েকদিন ধরেই রাজধানী ঢাকার আবহাওয়াও বেশ উত্তপ্ত ছিল। গতকাল বিকেল ৩টার পর থেকে আকাশে মেঘের আনাগোনা দেখা যায়। বিকেলেই অন্ধকার নেমে আসে একাংশে। সন্ধ্যায় প্রথমে ব্যাপক ধূলিঝড় দিয়ে শুরু হয় তাণ্ডব। এরপর প্রায় আধাঘণ্টা দমকা বাতাস চালিয়ে কিছু শান্ত হয় প্রকৃতি। বাতাসের বেগ কমে গেলে নামে বজ্রসহ বৃষ্টিপাত।
চট্টগ্রাম আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ হারুনুর রশিদ বলেন, ‘চট্টগ্রামে মৌসুমের কালবৈশখাখী বয়ে গেছে। রাত ৯টা ৩৪ মিনিট থেকে ৯টা বেজে ৪৭মিনিট পর্যন্ত কালবৈশাখী প্রবাহিত হয়েছে। এসময় ঝড়ো বাতাস বয়ে গেছে। ঘণ্টায় বাতাসের গতিবেগ ছিল ১২২ কি.মি.। আর বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ২.৪ মিলিমিটার।’

পূর্ববর্তী নিবন্ধবাবুনগরী-মামুনুলসহ হেফাজতের ৫৪ নেতার ব্যাংক হিসাব তলব
পরবর্তী নিবন্ধব্যাংকে লেনদেন ১০টা থেকে সাড়ে ১২টা