চট্টগ্রামে কার চুরি, ফেনীতে গাড়িসহ চক্রের হোতা গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | রবিবার , ৩১ আগস্ট, ২০২৫ at ১১:৩৮ পূর্বাহ্ণ

সিএমপির কোতোয়ালী থানা পুলিশ ফেনীর দাগনভুইয়া এলাকায় অভিযান চালিয়ে একটি চোরাই প্রাইভেটকার ও চোরাই কাজে ব্যবহৃত দুটি মাস্টার কীসহ (বিশেষ চাবি) গাড়ি চোর চক্রের মূলহোতা মোহাম্মদ রাসেলকে (৩৬) গ্রেফতার করেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ব্যবসায়ী মোহাম্মদ জহিরুল ইসলামের মালিকানাধীন প্রাইভেটকার (চট্ট মেট্রো খ১১২১১৪) গত ২১ জুলাই রাতে কোতোয়ালী থানাধীন মিউনিসিপ্যাল স্কুলের সামনে থেকে চুরি হয়। এ ঘটনায় তিনি মামলা দায়ের করলে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে জানতে পারে যে, চোরাই গাড়িসহ অভিযুক্ত ব্যক্তি ফেনীর দাগনভুইয়া এলাকায় অবস্থান করছে। পরে কোতোয়ালী থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেফতার করা হয় নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার কাদিরপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ রাসেলকে। তার হেফাজত থেকে চুরি যাওয়া গাড়ি, কাগজপত্র ও দুটি মাস্টার কী উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃত রাসেল একজন পেশাদার গাড়ি চোর চক্রের সক্রিয় সদস্য। পূর্বেও তার বিরুদ্ধে গাড়ি চুরির মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে, ঘটনার দিন গাড়িটি প্রথমে রাউজান থানার নোয়াপাড়া এলাকায় রাখে এবং পরে নিজ গ্রামে নিয়ে যায়। পরবর্তীতে বিক্রির উদ্দেশ্যে দাগনভুইয়া এলাকায় আনার সময় পুলিশের হাতে ধরা পড়ে। পুলিশ জানিয়েছে, আসামিকে আদালতে প্রেরণ করা হলে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধউদ্যোক্তা সংগঠন ইয়েস ২১ স্কুলের আলোচনা সভা
পরবর্তী নিবন্ধপতেঙ্গায় কার্গোবোটসহ ৭ জন পাচারকারী আটক