চট্টগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় পথশিশুর মৃত্যু

| সোমবার , ৩ মার্চ, ২০২৫ at ৪:৫৬ অপরাহ্ণ

চট্টগ্রামের বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মো. সোহাগ (১৩) নামে এক পথশিশু নিহত হয়েছে।

সোমবার (৩ মার্চ) দুপুরে এমপিবি গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ ভোলার মো. নুর আলমের ছেলে। সে প্লাস্টিক ও বোতল সংগ্রহের কাজ করত। রাস্তা পার হওয়ার সময় কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে সে ঘটনাস্থলেই মারা যায়।

বন্দর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন জানান, চালক ও কাভার্ডভ্যান হেফাজতে নেওয়া হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশীর্ষ সন্ত্রাসী মিজানের সহযোগী মিল্লাতসহ তিন ডাকাত গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে শিশু আরিফার অকাল মৃত্যু, দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড? তদন্তে পুলিশ