একাদশ শ্রেণিতে ভর্তির শেষ ধাপের ফলাফলেও কলেজ পাননি চট্টগ্রামের সাড়ে ৪শর বেশি শিক্ষার্থী। এদের মধ্যে বেশ কয়েকজন মাধ্যমিকে জিপিএ–৫ পেয়ে পাস করলেও কলেজে ভর্তি হতে পারেননি। তবে এসব শিক্ষার্থী আবারো আবেদন করার সুযোগ পাবেন। গত শুক্রবার রাতে একাদশ শ্রেণির ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে তৃতীয় ধাপের ফলাফল প্রকাশিত হয়েছে। শিক্ষার্থীদের কলেজে আসন না পাওয়ার জন্য ভালো কলেজকে পছন্দের তালিকায় রাখাকে অন্যতম কারণ বলে মন্তব্য করেছেন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফলের পর মোট ১ লাখ ৩ হাজার ১৫৮ জন শিক্ষার্থী বিভিন্ন কলেজে ভর্তি হওয়ার জন্য আবেদন করেন। তিন দফা ভর্তির আবেদন শেষে ১ লাখ ২ হাজার ৭০২ জন শিক্ষার্থী বিভিন্ন কলেজে ভর্তি সম্পন্ন করেছেন। গত শুক্রবার রাতে ফলাফল প্রকাশের পর ৪৫৬ জন শিক্ষার্থী কলেজে ভর্তি না হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
কলেজে ভর্তি হতে না পারা শিক্ষার্থীদের আবারো আবেদন করার সুযোগ দেওয়া হবে জানিয়ে বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে আগামী ৩০ জুলাই থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।
এ বছর সারা দেশে পৌনে ১৭ লাখ শিক্ষার্থী পরীক্ষায় পাস করেন। এদের মধ্যে জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৮২ হাজার ১২৯ জন। সারা দেশে কলেজে ভর্তির জন্য আসন আছে ২৫ লাখের মতো। শিক্ষার্থীর চেয়ে আসন সংখ্যা বেশি হলেও চট্টগ্রামে ৪৫৬ জনসহ সারা দেশে অন্তত ১২ হাজার শিক্ষার্থী কলেজে ভর্তি হতে পারেননি। শিক্ষার্থীদের আসন না পাওয়ার জন্য পছন্দক্রমে কেবল নামি কলেজ রাখাকে কারণ হিসেবে দেখছেন বোর্ডের কর্মকর্তারা। তারা বলেন, কলেজ পছন্দ করতে গিয়ে এসব শিক্ষার্থী শুধু নামি কলেজগুলোর নাম দিয়েছেন। ওইসব কলেজের আসন না থাকায় তাদের ভর্তি করানো সম্ভব হয়নি। এতে করে আসন খালি থাকলেও শিক্ষার্থীদের আসন না পাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। এই অবস্থায় বাদ পড়া শিক্ষার্থীদের নতুন করে অনলাইনে আবেদনের সুযোগ দেওয়া হবে। কলেজ পছন্দক্রম ঠিক করার সময় তাদেরকে সতর্র্কতার সাথে ফরম পূরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।