চট্টগ্রামে কলাবাগিচা খালে ভেসে উঠলো লাশ

আজাদী অনলাইন | সোমবার , ২৭ মে, ২০২৪ at ৮:৫৬ অপরাহ্ণ

চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকায় কলাবাগিচা খালে মিলো অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ।

আজ সোমবার বিকাল ৫ টায় পাথরঘাটা শুটকিপট্টির পাশে কলাবাগিচা খালে অজ্ঞাতনামা সেই যুবকের লাশটি ডুবন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করেছেন ৩৪নং ওয়ার্ড কাউন্সিলর পুলক খাস্তগির।

তিনি জানান, শুটকিপট্টি কলাবাগিচা খালে একজন অজ্ঞাতনামা ব্যাক্তির লাশ পাওয়া গেছে। স্থানীয়রা খাল থেকে তাকে উদ্ধার করে। উদ্ধারের পর আমরা পুলিশের কাছে লাশটি হস্তান্ত করি।

এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়েদুল হককে কল করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।

পূর্ববর্তী নিবন্ধবিদ্যুৎবিহীন বাঁশখালী, হাসপাতালের চি‌কিৎসা চলছে মোমবা‌তি জ্বা‌লিয়ে
পরবর্তী নিবন্ধপেকুয়ায় বাল্য বিবাহের খবর পেয়ে হাজির ইউএনও, পালালো বর