জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৪৩৭ কোটি টাকা অর্থ ব্যয়ে কর ভবন নির্মাণ প্রকল্প অনুমোদন হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার চট্টগ্রাম কর প্রশাসনের কমিশনার সহকর্মীদের নিয়ে প্রকল্পের জমিতে কেক কেটে ও বেলুন উড়িয়ে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় কর অঞ্চল ১, ২, ৩, ৪ চট্টগ্রামের কর কমিশনার মো. আবুল কালাম আজাদ, মো. আব্দুস সোবহান, মো. মনজুর আলম, আয়েশা সিদ্দিকা শেলী এবং চট্টগ্রাম কর আপীল অঞ্চলের কর কমিশনার সামিনা ইসলাম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কর কর্মকর্তারা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহম্মদ ইউনূস, অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. আব্দুর রহমান খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, চট্টগ্রাম কর ভবন নির্মাণসহ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি–একনেকের সভায় ১০ প্রকল্প অনুমোদন করা হয়। এসব প্রকল্প বাস্তবায়নে সরকারের খরচ হবে ৪ হাজার ২৪৬ কোটি টাকা। গতকাল বুধবার একনেক সভায় অনুমোদন করার জন্য প্রকল্পগুলো উত্থাপন করা হয়। পরিকল্পনা কমিশনে একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।