চট্টগ্রামে করোনা সংক্রমণ নিম্নমুখী

আজাদী অনলাইন | শনিবার , ১১ সেপ্টেম্বর, ২০২১ at ১০:৪৯ পূর্বাহ্ণ

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছে ৮২ জন যা নমুনা পরীক্ষার তুলনায় ৫ দশমিক ৫৩ শতাংশ। এদিন করোনায় মৃত্যু হয়েছে ১ জনের।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, অ্যান্টিজেন টেস্টসহ এইদিন চট্টগ্রামের ১০টি ল্যাবে ১ হাজার ৪৮১ নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ৮২ জনের মধ্যে ৪৩ জন মহানগর এলাকায় এবং ৩৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। বাংলানিউজ

সংক্রমণ ৫ শতাংশে নেমে আসলেও কোনোভাবে করোনাকে অবহেলা করার সুযোগ নেই বলছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। স্বাস্থ্যবিধি ও সচেতনতার প্রতি গুরুত্বদেন তারা।

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৮৪ জন। এরমধ্যে মহানগর এলাকায় ৭৩ হাজার ৫৫ জন এবং উপজেলা এলাকায় ২৭ হাজার ৬৯৩ জন। সর্বমোট মৃত্যুবরণ করা ১ হাজার ২৬৫ জনের মধ্যে ৭০২ জন মহানগর এলাকায় এবং ৫৬৩ জন উপজেলা এলাকার বাসিন্দা।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, “করোনার সংক্রমণ কিছুটা নিম্নমুখী রয়েছে। তবে এতে আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই। করোনা প্রতিরোধ করতে হলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।”

পূর্ববর্তী নিবন্ধআফগান নারী
পরবর্তী নিবন্ধদেশে পৌঁছেছে সিনোফার্মের আরও ৫৪ লাখ টিকা