চট্টগ্রামে নতুন করে আরো ৬৫ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনা সংক্রমিত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ২৪৮ জনে। আক্রান্তদের মাঝে আগের ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু হয়নি। তবে চট্টগ্রামে এ পর্যন্ত ২৯৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে- এ পর্যন্ত মোট ১ লাখ ১০ হাজার ১৩৯টি নমুনা পরীক্ষা হয়েছে চট্টগ্রামে। হিসেবে চট্টগ্রামে করোনা শনাক্তের হার ১৭.৪৭ শতাংশ। নতুন ১৭ জনসহ এ পর্যন্ত ১৫ হাজার ৪৬৩ জন রোগী সুস্থ হয়েছেন বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। হিসেবে আক্রান্তদের ৮০.৩৩ শতাংশ সুস্থ হয়ে উঠেছেন।
এদিকে, মঙ্গলবার চট্টগ্রামের ল্যাবগুলোতে মোট ৬৭১টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্তদের মধ্যে ৫৫ জন মহানগরীর এবং ১০ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি আজাদীকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়- ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবে মঙ্গলবার ২৬২টি নমুনা পরীক্ষায় ১২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে ২৬৮টি নমুনা পরীক্ষায় ২৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ২৯টি নমুনা পরীক্ষায় ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৫২টি নমুনা পরীক্ষায় ১২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ৪১টি নমুনা পরীক্ষায় ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ল্যাবে ১৬টি নমুনা পরীক্ষায় ৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আরটিআরএল-এ ২টি নমুনা পরীক্ষায় একটিরও পজিটিভ পাওয়া যায়নি। এছাড়া কঙবাজার মেডিকেল কলেজের ল্যাবে চট্টগ্রামের ১টি নমুনা পরীক্ষা হয়েছে মঙ্গলবার। এতে একজনেরও করোনা পজিটিভ পাওয়া যায়নি। বেসরকারি শেভরণ ল্যাবে মঙ্গলবার কোনো নমুনা পরীক্ষা হয়নি বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়।
মঙ্গলবার উপজেলা পর্যায়ে সীতাকুণ্ডে ৪ জন, রাউজানে ২ জন এবং আনোয়ারা, পটিয়া, বোয়ালখালী ও হাটহাজারীতে ১ জন করে করোনা সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত হওয়া রোগীদের আইসোলেশনে নেয়ার কথা জানান সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।