চট্টগ্রামে করোনায় ২ জন শনাক্ত

| শনিবার , ২৭ আগস্ট, ২০২২ at ৭:৫৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামে সর্বশেষ গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন ২ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমণ হার ২ দশমিক ৭০ শতাংশ। এ সময়ে জেলার কোথাও করোনায় আক্রান্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। খবর বাসসের।
চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত গতকালের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাট বিআইটিআইডি ও নগরীর ছয় ল্যাবরেটরিতে গত বৃহস্পতিবার ৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়।
নতুন আক্রান্ত ২ জনই শহরের। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ৭১৯ জনে। এর মধ্যে শহরের ৯৩ হাজার ৮৩০ এবং গ্রামের ৩৪ হাজার ৮৮৯ জন।
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শহর ও গ্রামে কেউ মারা যায়নি। ফলে মৃতের সংখ্যা ১ হাজার ৩৬২ জনই হয়েছে। এতে শহরের ৭৩৭ ও গ্রামের ৬৩০ জন।

পূর্ববর্তী নিবন্ধবিনামূল্যে ৬০০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করল এনএনকে ফাউন্ডেশন
পরবর্তী নিবন্ধপররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে ওআইসি মহাসচিব আসছেন আজ