বন্দর নগরীতে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন একজন আক্রান্ত শনাক্ত হয়েছেন। সংক্রমণ হার ০ দশমিক ১৯ শতাংশ। এ সময় শহর ও গ্রামে কোনো রোগির মৃত্যু হয়নি। জেলার করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের গতকালের রিপোর্ট থেকে এ সব তথ্য জানা যায়। সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, ফৌজদারহাট বিআইটিআইডি ও নগরীর আট ল্যাবে গত শুক্রবার চট্টগ্রামের ৫১২ জনের নমুনায় নতুন ১ জন আক্রান্ত শনাক্ত হন। আক্রান্ত ব্যক্তি শহরের। জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা এখন ১ লক্ষ ২৬ হাজার ৬০৫ জন। সংক্রমিতদের মধ্যে ৯২ হাজার ৭৬ জন শহরের ও ৩৪ হাজার ৫২৯ জন গ্রামের। এদিন করোনায় শহর ও গ্রামে করোনায় কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। মৃতের সংখ্যা ১ হাজার ৩৬২ জনই রয়েছে।











