চট্টগ্রামে করোনায় নারীর মৃত্যু

২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১২৩ জনের চিকুনগুনিয়া শনাক্ত

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৭ আগস্ট, ২০২৫ at ৬:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামে করোনায় আক্রান্ত নমিতা নামে ৬২ বছর বয়সী এক নারী মারা গেছেন। তিনি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বোয়ালখালী উপজেলার বাসিন্দা নমিতা আগে থেকেই ‘ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ’ (সিওপিডি) এবং উচ্চ রক্তচাপের রোগী ছিলেন। গতকাল চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এসব জানানো হয়।

প্রতিবেদনে আরো জানানো হয়, এ নিয়ে চট্টগ্রামে গত দুই মাসে ১০ জন কোভিডে মারা যান। এছাড়া গতকাল সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামের সাতটি সরকারি বেসরকারি হাসপাতালে ২৬ জনের নমুনা পরীক্ষা করা হলেও নতুন করে কারো শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়নি। চলতি বছরের এ পর্যন্ত জেলায় ২২৭ জন কোভিড আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ২০৩ জন নগরীর বাসিন্দা। বাকিরা বিভিন্ন উপজেলার। অপরদিকে গতকাল নতুন করে আরো ২০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে এ সময়ে নতুন মৃত্যুর তথ্য নেই। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মোট ৯৭১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ছেন। আগস্টের প্রথম পাঁচ দিনে ৯৬ জন ও জুলাই মাসে ৪৩০ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৩ জন। অন্যদিকে গতকাল সর্বশেষ ২৪ ঘণ্টায় আরো ১২৩ জন চিকুনগুনিয়া রোগী শনাক্ত হয়েছে, যা এ বছরের এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ সংখ্যক। এ নিয়ে চট্টগ্রামে চিকুনগুনিয়ার রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৪৬৬ জন।

পূর্ববর্তী নিবন্ধবাড়ছে পানির চাপ, জলকপাট খুলল ৩ ফুট
পরবর্তী নিবন্ধভারতের পণ্যে শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশ করলেন ট্রাম্প