চট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ৮ জন

আজাদী অনলাইন | শনিবার , ২৫ ডিসেম্বর, ২০২১ at ১:৪৬ অপরাহ্ণ

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৬০টি নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার দশমিক ৬৮ শতাংশ। এদিন করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। শনিবার (২৫ ডিসেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে ৭টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। এসময়ে অ্যান্টিজেন টেস্ট করা হয়নি।

নতুন আক্রান্ত ৮ জনই মহানগর এলাকার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৫৬৩ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৪ হাজার ২১৫ জন এবং উপজেলায় ২৮ হাজার ৩৪৮ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩২ জনের মধ্যে ৭২৩ জন মহানগর এবং ৬০৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

পূর্ববর্তী নিবন্ধচবি ক্লাবের বার্ষিক সাধারণ সভা
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডের শীতলপুরে শিপইয়ার্ডে বিস্ফোরণে দগ্ধ ৪