চট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ৩ জন

আজাদী অনলাইন | রবিবার , ২১ নভেম্বর, ২০২১ at ১১:০০ পূর্বাহ্ণ

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৮১টি নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার দশমিক ২১ শতাংশ। এদিন করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। রোববার (২১ নভেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে ৯টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।

নতুন আক্রান্ত ৩ জনের মধ্যে ২ জন মহানগর এলাকার এবং ১ জন উপজেলা এলাকার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৩৫০ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৪ হাজার ৫০ জন এবং উপজেলায় ২৮ হাজার ৩০০ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩০ জনের মধ্যে ৭২৩ জন মহানগর এবং ৬০৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।-বাংলানিউজ

পূর্ববর্তী নিবন্ধগণতন্ত্র রক্ষায় তৃণমূল নেতৃত্বকেই দায়িত্ব পালন করতে হবে
পরবর্তী নিবন্ধফুটবলকে চিরতরে ‘বিদায়’ বললেন সার্জিও আগুয়েরো