চট্টগ্রামে করোনাভাইরাসে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১৮৮ জন আক্রান্ত হয়েছেন। সংক্রমণের হার ৬ দশমিক ৩১ শতাংশ। এ সময়ে শহর ও গ্রামে কোনো করোনা রোগির মৃত্যু হয়নি। জেলার করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের গতকালের রিপোর্ট থেকে এসব তথ্য জানা যায়। খবর বাসসের।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, ফৌজদারহাট বিআইটিআইডি, শাহ আমানত বিমানবন্দর ও নগরীর ১১ ল্যাব এবং এন্টিজেন টেস্টে গত সোমবার চট্টগ্রামের ২ হাজার ৯৭৮ জনের নমুনা পরীক্ষায় নতুন ১৮৮ জন আক্রান্ত শনাক্ত হন। আক্রান্তদের মধ্যে শহরের ১৩৯ ও ১৩ উপজেলার ৪৯ জন।
উপজেলায় আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ হাটহাজারীতে ১১, মিরসরাইয়ে ৮, আনোয়ারায় ৬, বাঁশখালীতে ৫, পটিয়া ও সন্দ্বীপে ৩ জন করে, রাঙ্গুনিয়া, রাউজান, ফটিকছড়ি, লোহাগাড়া, সাতকানিয়া ও বোয়ালখালীতে ২ জন করে এবং সীতাকুণ্ডে একজন রয়েছেন। চন্দনাইশ ও কর্ণফুলী উপজেলায় কোনো নতুন সংক্রমণ ঘটেনি।











