চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনায় আরো ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫ জন নগরীর ও ৩ জন জেলার বাসিন্দা।
এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ১ হাজার ২৩০ টি নমুনা পরীক্ষায় ১৮০ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়। এর মধ্যে ১৩৯ জন নগরীর ও ৪১ জন জেলার বাসিন্দা। এ পর্যন্ত চট্টগ্রামে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ৭২৫ জনে। এর মধ্যে মহানগরীর বাসিন্দা ৩৯ হাজার ৮৮২ জন ও জেলার ৯ হাজার ৮৪৩ জন। গত বছরের ৩ এপ্রিল থেকে এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় ৫১৬ জনের মৃত্যু হয়। এর মধ্যে নগরীর ৩৮২ জন ও জেলার ১৩৪ জন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, এ পর্যন্ত মোট ৪ লাখ লাখ ৩৩ হাজার ৬০১ টি নমুনা পরীক্ষা হয়েছে চট্টগ্রামে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৪৯ হাজার ৭২৫ জনের।
এ পর্যন্ত বয়সভিত্তিক হিসেবে দশ বছরের কম বয়সী শিশুরা করোনায় সবচেয়ে কম আক্রান্ত হচ্ছে। আর ৩১ থেকে ৪০ বছর বয়সীরাই সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে। দশ বছরের কম বয়সীরা ২.৫০ শতাংশ, ১১ থেকে ২০ বছর বয়সীরা ৭.৫ শতাংশ, ২১ থেকে ৩০ বছর বয়সীরা ১৯.৬৩ শতাংশ, ৩১ থেকে ৪০ বছর বয়সীরা ২৩.৫৬ শতাংশ, ৪১ থেকে ৫০ বছর বয়সীরা ১৮.৪৬ শতাংশ, ৫১ থেকে ৬০ বছর বয়সীরা ১৫.২৪ শতাংশ এবং ৬০ এর উর্ধে বয়সীরা ১৩.৫৩ শতাংশ হারে আক্রান্ত হচ্ছেন। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি আজাদীকে গতকাল বৃহস্পতিবার এসব তথ্য নিশ্চিত করেছেন।