চট্টগ্রামে করোনায় আরও ৪ জনের মৃত্যু

নতুন শনাক্ত ২৩২

আজাদী প্রতিবেদন | সোমবার , ৫ এপ্রিল, ২০২১ at ৬:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রামে ১ হাজার ৭৬২টি নমুনা পরীক্ষায় শনিবার নতুন করে আরও ২৩২ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। পরীক্ষাকৃত নমুনায় ১৩.১৬ শতাংশের পজেটিভ শনাক্ত হয়েছে এদিন। নতুন শনাক্ত ২৩২ জনসহ চট্টগ্রামে করোনা সংক্রমিত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ৫০০ জনে। শেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তদের মাঝে আরও ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। সামপ্রতিক সময়ে মৃত্যুর এ সংখ্যা একদিনে সর্বোচ্চ।
এ নিয়ে আক্রান্তদের মাঝে এ পর্যন্ত ৩৯৩ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, এ পর্যন্ত মোট ৩ লাখ ৫৭ হাজার ৪৪২টি নমুনা পরীক্ষা হয়েছে চট্টগ্রামে। হিসেবে চট্টগ্রামে করোনা শনাক্তের গড় হার ১২ শতাংশ। নতুন ৭৩ জনসহ এ পর্যন্ত ৩৪ হাজার ২৭৩ জন রোগী সুস্থ হয়েছেন বলেও জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। হিসেবে আক্রান্তদের ৮২.৫৮ শতাংশ সুস্থ হয়ে উঠেছেন। শনিবার চট্টগ্রামে করোনা শনাক্তদের মধ্যে ২১৯ জন মহানগরীর এবং ১৩ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. েসেখ ফজলে রাব্বি আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধউপজেলা পর্যায়ে দ্রুত বাড়ছে করোনা রোগী
পরবর্তী নিবন্ধবাবুনগরী-মামুনুলসহ হেফাজতের ৫৪ নেতার ব্যাংক হিসাব তলব