চট্টগ্রামে করোনায় আক্রান্ত ৬৬ জন

| মঙ্গলবার , ২৮ জুন, ২০২২ at ১০:৩৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন ৬৬ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। সংক্রমণ হার ৭ দশমিক ০৪ শতাংশ। করোনায় আক্রান্তদের মধ্যে শহর ও গ্রামে কারো মৃত্যু হয়নি। করোনা সংক্রান্ত চট্টগ্রামের হালনাগাদ পরিস্থিতি নিয়ে সিভিল সার্জন কার্যালয় থেকে গতকাল সোমবার প্রেরিত রিপোর্টে এসব তথ্য জানা যায়। খবর বাসসের ।

রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাট বিআইটিআইডি, নগরীর দশ ল্যাব ও এন্টিজেন টেস্টে গতকাল রোববার ৯৩৭ জনের নমুনা পরীক্ষা করলে নতুন ৬৬ জন পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে শহরের ৫৪ ও উপজেলার ১২ জন।

উপজেলায় আক্রান্তদের মধ্যে পটিয়ায় ৫ জন, রাউজানে ২ জন এবং ফটিকছড়ি, লোহাগাড়া, বাঁশখালী, আনোয়ারা ও বোয়ালখালীতে একজন করে রয়েছেন। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লক্ষ ২৭ হাজার ১২ জন। সংক্রমিতদের মধ্যে শহরের ৯২ হাজার ৪৪৯ ও গ্রামের ৩৪ হাজার ৫৬৩ জন। করোনায় আক্রান্তদের মধ্যে গতকাল শহর ও গ্রামে কেউ মারা যায়নি। ফলে মৃতের সংখ্যা ১ হাজার ৩৬২ জনই রয়েছে। এতে শহরের ৭৩৪ ও গ্রামের ৬২৮ জন।

পূর্ববর্তী নিবন্ধদেশে দৈনিক শনাক্ত দুই হাজার ছাড়াল, মৃত্যু ২
পরবর্তী নিবন্ধকোরবানিকে সামনে রেখে দুশ্চিন্তায় খামারিরা