চট্টগ্রামে করোনায় আক্রান্ত এক

| মঙ্গলবার , ১২ এপ্রিল, ২০২২ at ৮:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে একজনের সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমণ হার ০ দশমিক ৪২ শতাংশ। তবে এ সময়ে করোনায় কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। করোনা সংক্রান্ত জেলার হালনাগাদ পরিস্থিতি নিয়ে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত গতকালের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। খবর বাসসের।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে দেখা যায়, ফৌজদারহাট বিআইটিআইডি, এন্টিজেন টেস্ট ও নগরীর নয় ল্যাবরেটরিতে গত রোববার ২৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত একমাত্র ব্যক্তি শহরের বাসিন্দা। জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৬ হাজার ৬৩৪ জনে। এদের মধ্যে শহরের বাসিন্দা ৯২ হাজার ৯৬ জন এবং গ্রামের ৩৪ হাজার ৫৩৮ জন। রোববার করোনাভাইরাসে শহর ও গ্রামে কেউ মারা না যাওয়ায় মৃতের সংখ্যা ১ হাজার ৩৬২ জনই রয়েছে। এতে শহরের বাসিন্দা ৭৩৪ জন ও গ্রামের ৬২৮ জন।

পূর্ববর্তী নিবন্ধচৌফলদন্ডিতে দুদিন পর যুবকের ভাসমান মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধসিএমপির মাসিক কল্যাণ সভা