করোনাশূন্য একটি সপ্তাহ পার করলো চট্টগ্রাম। এ সময়ে জেলার মোট ১ হাজার ৫৬২ জনের নমুনা পরীক্ষা করা হলে একজনের শরীরেও সংক্রমণ ধরা পড়েনি। জেলার করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের গতকালসহ বিগত সাতদিনের রিপোর্ট থেকে এসব তথ্য জানা যায়। খবর বাসসের।
২২ এপ্রিল থেকে গতকাল ২৯ এপ্রিল পর্যন্ত প্রাপ্ত প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, চট্টগ্রামের জন্য নির্ধারিত ১৭ ল্যাবরেটরির মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপতাল ল্যাবে গত এক সপ্তাহে কোনো নমুনা পরীক্ষা হয়নি। ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ছয়দিনে ২৭৪, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ছয়দিনে ৯৬, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে দুই দিনে ৩৩, আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএল–এ দুই দিনে ৫, বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি শেভরনে ছয়দিনে ২৯৬, ইম্পেরিয়াল হাসপাতালে সাতদিনে ৩০৬, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল ল্যাবে ছয়দিনে ১২০, মেডিকেল সেন্টার হাসপতালে সাতদিনে ১১১, এপিক হেলথ কেয়ারে সাতদিনে ১৮৪, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে পাঁচদিনে ৭৪, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে সাতদিনে ১০১, এভারকেয়ার হসপিটাল ল্যাবে দুই দিনে ৭, ল্যাব এইডিে দুই দিনে ২ টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহের বিভিন্ন কেন্দ্রে দুই দিনে ৫ টি নমুনার এন্টিজেন টেস্ট করা হয়।
নতুন কোনো সংক্রমিত ব্যক্তি শনাক্ত না হওয়ায় জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৬৩৮ জনই রয়েছে। এর মধ্যে শহরের বাসিন্দা ৯২ হাজার ৯৯ জন ও গ্রামের ৩৪ হাজার ৫৩৯ জন। গত সাত দিনে করোনায় আক্রান্ত হয়ে শহর ও গ্রামের কেউ মারা যাননি। এতে জেলায় করোনায় মোট মৃতের সংখ্যা ১ হাজার ৩৬২ জনই রয়েছে। এদের মধ্যে শহরের বাসিন্দা ৭৩৪ জন ও গ্রামের ৬২৮ জন।