চট্টগ্রামে করোনার টিকা গ্রহীতার সংখ্যা এখন আড়াই লাখ প্রায়। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত মহানগর ও উপজেলা মিলিয়ে চট্টগ্রামে মোট ২ লাখ ৪১ হাজার ৯৩২ জন মানুষ করোনার টিকা নিয়েছেন। যা টিকা গ্রহণে আগ্রহী মোট নিবন্ধনকারীর ৬৫ ভাগ। গতকাল দুপুর পর্যন্ত চট্টগ্রামের মোট ৩ লাখ ৬৯ হাজার ৪৩৬ জন অনলাইনে টিকার নিবন্ধন সম্পন্ন করেছেন। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) করোনা ভ্যাকসিন প্রদান কমিটির সদস্য সচিব ডা. সেলিম আকতার চৌধুরী আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
চসিকের স্বাস্থ্য বিভাগ ও সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, মহানগরসহ চট্টগ্রাম জেলায় গতকাল একদিনে মোট ১৪ হাজার ৬৬২ জন টিকা গ্রহণ করেছেন। গতকাল টিকা গ্রহীতাদের মধ্যে মহানগরের ১১টি কেন্দ্রে মোট ৭ হাজার ১৭১ জন টিকা নিয়েছেন বলে জানান চসিক করোনা ভ্যাকসিন প্রদান কমিটির সদস্য সচিব ডা. সেলিম আকতার চৌধুরী। আর ১৪ উপজেলায় ৭ হাজার ৪৯১ জন টিকা নিয়েছেন বলে জানান সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। এদিকে মহানগরসহ জেলায় গতকাল পর্যন্ত মোট টিকা গ্রহীতার মধ্যে ১ লাখ ৪৬ হাজার ৯৬৭ জন পুরুষ ও ৯৪ হাজার ৯৬৫ জন মহিলা। আর মোট টিকা গ্রহীতার মধ্যে মহানগরে ১ লাখ ১৯ হাজার ২৭৯ জন এবং উপজেলা পর্যায়ে ১ লাখ ২২ হাজার ৬৫৩ জন টিকা নিয়েছেন। টিকাদানের ক্ষেত্রেও অন্যান্য অঞ্চলের তুলনায় চট্টগ্রাম অনেক এগিয়ে রয়েছে বলে জানান সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি ও চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী।
অনলাইনে নিবন্ধন সাড়ে ৩ লাখ ছাড়াল : চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, টিকা গ্রহণে আগ্রহীর সংখ্যা এরই মধ্যে সাড়ে ৩ লাখ ছাড়িয়েছে চট্টগ্রামে। গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত মহানগরসহ চট্টগ্রাম জেলায় মোট ৩ লাখ ৬৯ হাজার ৪৩৬ জন অনলাইনে টিকার নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে শেষ ২৪ ঘণ্টায় নিবন্ধন করেছেন ১২ হাজার ৩২২ জন।
এদিকে নিবন্ধনকৃত ৩ লাখ ৬৯ হাজার ৪৩৬ জনের মধ্যে গতকাল পর্যন্ত টিকা গ্রহণ করেছেন ২ লাখ ৪১ হাজার ৯৩২ জন। হিসেবে চট্টগ্রামে মোট নিবন্ধনধারীর ৬৫ ভাগ এরই মধ্যে টিকা নিয়েছেন। এ তথ্য নিশ্চিত করে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি আজাদীকে বলেন, চট্টগ্রামে মোট নিবন্ধনধারীদের মধ্যে মহানগরে টিকা নিতে নিবন্ধন করেছেন ২ লাখ ১ হাজার ৭০২ জন। আর উপজেলা পর্যায়ে ১ লাখ ৬৭ হাজার ৭৩৪ জন নিবন্ধন করেছেন।
উল্লেখ্য সারাদেশের পাশাপাশি ৭ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিক ভাবে করোনার টিকাদান শুরু হয়েছে চট্টগ্রামেও। প্রথম দিন মহানগর ও উপজেলা মিলিয়ে মোট ১ হাজার ৯০ জনকে টিকা দেয়া হয় চট্টগ্রামে। ২য় দিন দেয়া হয় ২ হাজার ৬৭৮ জনকে। ৩য় দিন একদিনে টিকা গ্রহীতার সংখ্যা ৬ হাজার ছাড়িয়ে যায়। হিসেবে প্রথম ৩ দিনে চট্টগ্রামের প্রায় ১০ হাজার (৯ হাজার ৮২৭ জন) মানুষ করোনার টিকা নেন। ৪র্থ দিন একদিনেই নেন ১০ হাজার। এরপর থেকে গড়ে দৈনিক প্রায় ২০ হাজার মানুষ করোনার টিকা নিচ্ছেন চট্টগ্রামে।