চট্টগ্রামে করোনাভাইরাসে নতুন ২৯ জন আক্রান্ত

| মঙ্গলবার , ১ মার্চ, ২০২২ at ১০:২৯ পূর্বাহ্ণ

বন্দর নগরী চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ২৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ১ দশমিক ৮৩ শতাংশ। এ সময়ে কোনো করোনা রোগি মারা যায়নি। জেলার করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের আজকের রিপোর্ট থেকে এ সব তথ্য জানা যায়। খবর বাসসের।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, ফৌজদারহাট বিআইটিআইডি, এন্টিজেন টেস্ট ও নগরীর দশ ল্যাবে গতকাল চট্টগ্রামের ১ হাজার ৫৮৬ জনের নমুনা পরীক্ষা করা হলে নতুন ২৯ জন আক্রান্ত শনাক্ত হন। আক্রান্তদের মধ্যে শহরের ১৯ ও ৫ উপজেলার ১০ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে হাটহাজারী ও সন্দ্বীপে ৩ জন করে, রাউজানে ২ জন এবং ফটিকছড়ি ও বাঁশখালীতে একজন করে রয়েছেন। জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা এখন ১ লক্ষ ২৬ হাজার ৪০০ জন। সংক্রমিতদের মধ্যে ৯১ হাজার ৯২৩ শহরের ও ৩৪ হাজার ৪৭৭ জন গ্রামের। গতকাল করোনায় শহর ও গ্রামে কোনো রোগির মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে মৃতের সংখ্যা ১ হাজার ৩৬২ জনই রয়েছে। এতে শহরের ৭৩৪ ও গ্রামের ৬২৮ জন। ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, গতকাল সবচেয়ে বেশি নমুনা পরীক্ষা হয়েছে বেসরকারি এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে। এখানে ৩১২ জনের নমুনা পরীক্ষায় গ্রামের ২ জন জীবাণুবাহক পাওয়া যায়।

পূর্ববর্তী নিবন্ধকৃষির উন্নয়নে বিশ্ব ব্যাংকের ৫০ কোটি ডলারের প্রকল্প আসছে
পরবর্তী নিবন্ধচবি আবৃত্তি মঞ্চের নিবন্ধন চলবে ১০ মার্চ পর্যন্ত