চট্টগ্রামে করোনাকালীন যুব রেড ক্রিসেন্টের ভূমিকা অবিস্মরণীয়

রেড ক্রিসেন্ট দিবসের অনুষ্ঠানে মেয়র

| সোমবার , ৯ মে, ২০২২ at ৬:২০ পূর্বাহ্ণ

বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস (৮ মে) বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে পালন করে রেড ক্রিসেন্ট চট্টগ্রাম। ‘বি হিউম্যান’ অর্থাৎ মানবিক হও প্রতিপাদ্য বিষয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের উদ্যোগে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর বাস্তবায়নে নগরীর জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালে দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শান্তি র‌্যালি, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, দেয়ালিকা প্রতিযোগিতা ও নবজাতকদের উপহার সামগ্রী বিতরণ করা হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ও জেলা রেড ক্রিসেন্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিক মেয়র ও চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী।
প্রধান বক্তার বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড চট্টগ্রামের সচিব ও চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) প্রফেসর আবদুল আলীম। বিশেষ অতিথি ছিলেন জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারি মো. আসলাম খান, সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি আব্দুল জব্বার। স্বাগত বক্তব্য রাখেন যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান গাজী মো. ইফতেখার হোসেন। সাংগঠনিক বিভাগীয় প্রধান তানভীর আহমেদ চৌধুরী মাহিনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য মহসিন উদ্দিন চৌধুরী ফয়সাল, মো. আনোয়ার আজম, জেলা রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য শাহাদাত হোসেন রুমেল, রাশেদ খান মেনন। উপস্থিত ছিলেন আব্দুর রশিদ খান, আব্দুর রহিম আকন, জনি চৌধুরী, মো. আমিনুল হক তারেক প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, যুব স্বেচ্ছাসেবকরা জীবনের ঝুঁকি নিয়ে করোনাকালীন কাজ করে গেছে। করোনাকালীন তাদের ভূমিকা চট্টগ্রামে অবিস্মরণীয়।

পূর্ববর্তী নিবন্ধহালদায় ১০ হাজার রেণু জব্দের পর অবমুক্ত
পরবর্তী নিবন্ধপ্রথমবার একসঙ্গে সাজিদ-শুভ