চট্টগ্রামে গত বছরের তুলনায় এবার এইডস আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে। তবে রোহিঙ্গা জনগোষ্ঠী ও বিদেশ ফেরত যাত্রীদের মধ্যে এই রোগের প্রকোপ বেশি দেখা যাচ্ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের এআরটি কর্নারে বিনামূল্যে এইচআইভি এন্টিবডি, সিডি–ফোর পরীক্ষাসহ সব ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে। চমেক হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগ সূত্রে জানা গেছে, চট্টগ্রামে ২০২৪ সালে এইডস রোগী শনাক্ত হয় ৮৪ জন। তবে চলতি বছরের অক্টোবর পর্যন্ত ১০ মাসে আক্রান্ত হয়েছে ৬৯ জন। চমেক হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগের সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান ডা. জুনায়েদ মাহমুদ খান আজাদীকে বলেন, এইডস প্রতিরোধে সবচেয়ে বেশি প্রয়োজন জনসচেতনতা। তবে যদি কারো মধ্যে এইডস রোগের লক্ষণ ধরা পড়ে, দেরি না করে চমেক হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগে যোগাযোগ করতে হবে। এইডসের সকল পরীক্ষা ও ওষুধ বিনামূল্যে দেয়া হয়। জানা গেছে, এইডস প্রতিরোধে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে যাচ্ছেন। প্রতিষেধক আবিষ্কার না হওয়া পর্যন্ত প্রতিকারের বিষয়ে কিছু পদক্ষেপ নিলে এইচআইভির সংক্রমণ থেকে মানুষ মুক্ত থাকতে পারে। যেমন অবাধ যৌনাচার বন্ধ করে নিরাপদ শারীরিক সম্পর্ক স্থাপন, কনডমের ব্যবহার নিশ্চিত করা, রক্ত সংগ্রহের আগে রক্তদাতার রক্ত পরীক্ষা করা, গর্ভাবস্থায় মায়ের এইডস ছিল কিনা তা পরীক্ষা করা, সিরিঞ্জ জীবাণুমুক্ত করে ব্যবহার করা, মাদকদ্রব্য সেবন থেকে বিরত থাকা, প্রচারমাধ্যমগুলোকে এ ব্যাপারে সক্রিয় করা। এইচআইভি ভাইরাস সর্বপ্রথম আমেরিকায় বিজ্ঞানীদের মাঝে ধরা পড়লেও রোগটি আফ্রিকা থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হয়। ১৯৮৭ সালে সুইজারল্যান্ডের জেনেভা শহরে অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৮৮ সাল থেকে প্রতি বছর ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালিত হচ্ছে। আজ বিশ্ব এইডস দিবস। জনসচেতনতা বৃদ্ধি, এইডস রোগ প্রতিরোধ ও এই রোগে আক্রান্ত বা মৃত ব্যক্তিদের স্মরণে দিবসটি পালিত হয়।
বাংলাদেশে ১৯৮৯ সনে সর্বপ্রথম এইডস রোগে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এইচআইভি নামক একটি আরএনএ ভাইরাসের মাধ্যমে এ রোগটি মানুষের দেহে সংক্রমিত হয়। এই রোগের লক্ষণের মধ্যে আছে ঘন ঘন দীর্ঘদিনের কাশি ও জ্বর, যা অ্যান্টিবায়োটিক সেবনেও সারছে না। শরীরের ওজন ১০ শতাংশের বেশি কমে যাওয়া, যেসব রোগীর অনিরাপদ যৌনমিলনের অভিজ্ঞতা থাকে, তাদের ক্ষেত্রে এইডস রোগ হয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হয়। শিরাপথে ড্রাগ সেবন, দূষিত রক্ত সঞ্চালন, আক্রান্ত গর্ভবতী মহিলা থেকে এইচআইভি বাচ্চার মধ্যে সংক্রমণ হতে পারে।
জনসচেতনতামূলক ব্যাপক প্রচারণা, সঠিক রোগ নির্ণয় ও সঠিক চিকিৎসার মাধ্যমে এই রোগ নিয়ন্ত্রণ করা যায়। কারণ এটি আর আগের মতো মারাত্মক নয়। সারা বিশ্বে এই রোগের সংক্রমণ নিম্নমুখী। আক্রান্ত রোগীরা এখন ‘এআরটি’ নামের কার্যকর ওষুধ সেবনের মাধ্যমে অনেকটাই স্বাভাবিক জীবনযাপন করছেন।
বিশ্ব এইডস দিবস উপলক্ষে আজ সোমবার দুপুরে বাংলাদেশ ডার্মাটোলজি সোসাইটি (বিডিএস) চট্টগ্রাম এবং চমেক হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগ সেমিনারের আয়োজন করেছে। এতে চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. জসিম উদ্দিন, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (চট্টগ্রাম) ডা. ফজলে রাব্বী উপস্থিত থাকবেন। বিডিএস চট্টগ্রামের আহ্বায়ক অধ্যাপক ডা. মনসুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্যানেল এক্সপার্ট থাকবেন বিডিএসের সাবেক সভাপতি অধ্যাপক ডা. একিউএম সিরাজুল ইসলাম, চমেক হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা. শাহ আলম ও বর্তমান বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. জুনায়েদ মাহমুদ খান।












