চট্টগ্রামে ওয়ানডে ম্যাচের টিকেটের মূল্য প্রকাশ

| সোমবার , ১১ মার্চ, ২০২৪ at ১০:১০ পূর্বাহ্ণ

টিটোয়েন্টি সিরিজ শেষে বাংলাদেশ এবং শ্রীলংকা দল এবার মুখোমুখি হবে ওয়ানডে সিরিজে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের টিকিটের মূল্য প্রকাশ করেছে বিসিবি। তিনটি ম্যাচই হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ওয়ানডে সিরিজ সামনে রেখে টিকিটের মূল্যও প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ২০০ টাকায় চট্টগ্রামের দর্শকরা মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবেন। আগামী বুধবার প্রথম ওয়ানডে। অনলাইনে সোমবার থেকে টিকিট বিক্রি শুরু হলেও সরাসরি টিকিট কেনা যাবে মঙ্গলবার থেকে। ম্যাচডেতেও কেনা যাবে টিকিট। চট্টগ্রামের সাগরিকা টিকেট কাউন্টার ও এমএ আজিজ স্টেডিয়ামের টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করা যাবে সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত। ম্যাচের আগের দিন সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনলাইনের টিকিট সংগ্রহ করা যাবে এমএ আজিজ স্টেডিয়ামের টিকিট কাউন্টার থেকে। ওয়ানডে সিরিজের টিকিটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ২০০ টাকা। এই টাকায় ওয়েস্টার্ন স্ট্যান্ড থেকে ম্যাচ দেখা যাবে। ইস্টার্ন স্ট্যান্ড থেকে খেলা দেখতে খরচ করতে হবে ৩০০ টাকা। ক্লাব হাউজ থেকে খেলা দেখতে খরচ করতে হবে ৫০০ টাকা। সর্বোচ্চ দেড় হাজার টাকা ধরা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফ টপ হসপিটালিটির টিকিট। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের টিকিটের মূল্য ধরা হয়েছে এক হাজার টাকা। ১৩, ১৫ ও ১৮ মার্চ চট্টগ্রামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে। প্রথম দুটি ম্যাচ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে দুপুর আড়াইটায়। একই ভেন্যুতে তৃতীয় ম্যাচটি শুরু হবে সকাল দশটায়।

পূর্ববর্তী নিবন্ধচারুতা সঙ্গীত একাডেমীর রজতজয়ন্তী
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চরণদ্বীপ একাদশ চ্যাম্পিয়ন