চট্টগ্রামে এসএসসি-৯১ব্যাচের মিলনমেলা

৬ সফল নারী-পুরুষকে সম্মাননা

| শনিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামে আনন্দআড্ডায় অনুষ্ঠিত হয়েছে এসএসসি৯১ ব্যাচের মিলন মেলা। ‘আমরা আছি বন্ধুর প্রয়োজনে, মানবতার কল্যাণে, আনন্দ আয়োজনে’স্লোগানে গতকাল শুক্রবার দিনব্যাপী ‘৯১ চট্টগ্রাম ক্লাব লিমিটেডের উদ্যোগে পতেঙ্গার বোট ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সারাদেশের প্রায় ৮০০ প্রাক্তন শিক্ষার্থী অংশ নিয়েছে। অনুষ্ঠানে দীর্ঘ সময় পর পুরনো বন্ধুদের দেখে অনেকেই হারিয়ে যান স্মৃতির ভেলায়। এদিন সকাল সাড়ে ৮টায় নগরীর ৭টি পয়েন্ট থেকে বাসযোগে বোট ক্লাবে উপস্থিত হয় প্রাক্তন শিক্ষার্থীরা। অনুষ্ঠানস্থলে পৌঁছেই সবাই ব্যস্ত হয়ে পড়েন কুশল বিনিময়ে। কেউ কেউ সৌহার্দ্যে মিলিয়েছেন বুক। অনেকেই খুলেছেন গল্পের ঝাঁপি। সকাল ১০টায় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর পবিত্র ধর্মগ্রন্থ পাঠ করা হয়। পরিচিতি পর্ব শেষে শুর হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

সমন্বয়ক মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, ‘সংগঠনের পক্ষ থেকে গত দুই মাস আগে সারাদেশের এসএসসি৯১ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে একটি মিলনমেলা আয়োজনের উদ্যোগ নেয়া হয়। এতেই প্রায় ৮০০ প্রাক্তন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছে। সবাইমিলে একটি সুন্দর দিন অতিবাহিত করেছি। আমাদের সংগঠনটি একটা অরাজনৈতিক প্ল্যাটফরম। এই মাধ্যমে নানা ধরনের সামাজিক কর্মকাণ্ড করে আসছি। আগামীতে এই সংগঠনের মাধ্যমে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখায় আর্থিক সহযোগীতা করা হবে।’ অনুষ্ঠানে যে ৬ জন সফল নারীপুরুষকে সন্মননা দেয়া হয়েছে তারা হলেনফাতেমা জাহান শিউলি, শামীম আক্তার বিউটি, ডা. মোহাম্মদ হাসমত আলী, তারিকুল ইসলাম চৌধুরী, আবদুল্লাহ জাহির উদ্দিন আহমদ ও মুহাম্মদ মহিউদ্দিন। অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী প্যানেলে দায়িত্ব পালন করেন মোহাম্মদ শাখাওয়াত হোসেন, ক্যাপ্টেন মোহাম্মদ আলাউদ্দীন, ডা. মঈনউদ্দিন এম ইলিয়াছ, ব্যারিস্টার এসএম কফিল উদ্দিন, জাহানারা বেগম বেবী, আহসান জামাল, এএসএম সাজ্জাদুল ইসলাম, সৈয়দ মোহাম্মদ খালেদ, সুজন দেব, এসএম আনোয়ার হোসেন, মো. শহীদুল ইসলাম, সাইনুল ইসলাম স্বপন, এসএম রাশেদ মীর লিটন, মো. আরিফ উল ইসলাম, মো. মঈনুল ইসলাম হায়দার, সাখাওয়াত সাজিদ খান, মোহাম্মদ নুরুল আবছার, মো. লোকমান হাকিম, মো. মাঈনুল আহসান আলী, সুলতানা শারমিন ঝুমা, চৌধুরী শিমু, ডা. স্বপন দে, পলাশ বড়ুয়া, তানজিনা তৃষা তমা, মাহমুদা মুমু, মোহাম্মদ ফারুক হোসেন, নজরুল ইসলাম, মফিজ উল্লাহ ও রাজেশ চক্রবর্তী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতারুণ্যের উচ্ছ্বাসের আবৃত্তি কর্মশালার সমাবর্তন
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় দেড় ঘণ্টায় তিন দুর্ঘটনা